- সারাদেশ
- দলের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার কাজ চলছে: নাছিম
দলের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার কাজ চলছে: নাছিম

বরিশাল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেখানে আমরা জনগণের কাছে হারিনি। হেরেছি বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারীদের কাছে। দলের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার কাজ চলছে।
বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর ও বিভাগের ছয় জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাছিম। যুবলীগ এ মতবিনিময় সভা আয়োজন করে।
সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের ইঙ্গিতে বড় ভাই হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহর সমালোচনা করেন। তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার দেড় মাস পার হলেও অনেকের সহযোগিতা পাচ্ছি না; বরং বিরোধিতা করা হচ্ছে। এভাবে চললে এখানেও গাজীপুরের ভাগ্যবরণ করতে হতে পারে।’
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘ব্যক্তিস্বার্থ ভুলে নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদমাধ্যমে বরিশাল আওয়ামী লীগে যে বিভক্তির কথা বলা হচ্ছে, সেটি কাল্পনিক। যাঁদের নিয়ে বিভক্তি, দুই পক্ষই শহীদ আবদুর রব সেরনিয়াবাতের উত্তরসূরি। তাই রক্ত কখনও আলাদা হয় না, বিভেদ হলেও তা সাময়িক।’
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ। সভা শেষে নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল ও পথসভা করেন।
মন্তব্য করুন