আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই মানুষের অধিকার ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এ দেশের অভাবনীয় উন্নয়ন হয়ছে। বাংলাদেশ আজ শেখ হাসিনার হাত ধরে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। আলোচনা সভা আয়োজন করে জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম (ওহিদ)। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য বদিউজ্জামাল কিরণ, শ্রমিক নেতা মঞ্জু মাঝি প্রমুখ।