- সারাদেশ
- লাউয়াছড়া বনে লেবু বাগানে বৈদ্যুতিক ফাঁদে চা শ্রমিক নিহত
লাউয়াছড়া বনে লেবু বাগানে বৈদ্যুতিক ফাঁদে চা শ্রমিক নিহত

ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের খাউছড়া চা বাগানের বাসিন্দা।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার ফাঁদ বিদ্যুৎসংযোগে লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক নামে চা শ্রমিক মারা যান।
বাগান মালিক শফিউল ইসলাম ওরফে মোশারফ হোসেন বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্থানীয় ইউপি সদস্যদের মধ্যস্থতায় নগদ অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে লাশ সৎকার সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম জানান, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।
শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন, ‘আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।’
মন্তব্য করুন