- সারাদেশ
- এমপির গাড়িতে হামলা, আ’লীগ নেতার কারাদণ্ড
এমপির গাড়িতে হামলা, আ’লীগ নেতার কারাদণ্ড

শামীম আহমদ
সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলায় দায়েরকৃত মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের সঙ্গে আসামিকে ২ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
রায়ে মামলার অপর চার আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন– উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জুনাব আলী, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া।
২০২০ সালের ১০ আগস্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেলেও কেউ আঘাত পাননি।
এ ঘটনার পর দিন এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অসিত রঞ্জন দেব বলেন, মামলার রায়ে তিনি ন্যায় বিচার পেয়েছেন।
এদিকে রায়ে অসন্তোষ জানিয়ে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
মন্তব্য করুন