- সারাদেশ
- শিবপুরে গুলিবিদ্ধ চেয়ারম্যান হারুনুর রশিদ মারা গেছেন
শিবপুরে গুলিবিদ্ধ চেয়ারম্যান হারুনুর রশিদ মারা গেছেন

হারুনুর রশিদ খান
গুলিবিদ্ধ শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা গেছেন। তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গত ২৫ ফেব্রুয়ারি ভোরে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের বাসায় তাঁকে গুলি করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তাঁর পিঠ (মেরুদণ্ডসংলগ্ন) থেকে দুটি গুলি বের করা হয়। এর পর থেকেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া হারুনুর রশিদকে গত ১৯ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
চিকিৎসকের বরাত দিয়ে স্বজনরা জানান, হারুনুর রশিদের পিঠের দুটি গুলি বের করা হলেও তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে প্রস্রাবে সংক্রমণসহ হৃৎপিণ্ড ও কিডনিতে নানা সমস্যা দেখা দেয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে বাসায় ছিলেন তিনি। চিকিৎসার জন্য গত ৭ মে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ১৯ মে রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এদিকে হারুনুর রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় চেয়ারম্যানের ওপর হামলাকারীদের বিচার দাবি করা হয়।
মন্তব্য করুন