- সারাদেশ
- ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য, নোবিপ্রবির উপপরীক্ষা নিয়ন্ত্রককে শোকজ
ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য, নোবিপ্রবির উপপরীক্ষা নিয়ন্ত্রককে শোকজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগ এনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহেদ উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁকে গ্রন্থাগার দপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আব্দুল বাকী স্বাক্ষরিত নোটিশ ওয়াহেদ উল্লাহর হাতে পৌঁছে দেওয়া হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কোষাধ্যক্ষ অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে ওয়াহেদ উল্লাহ চৌধুরী বলেন, ‘শুদ্ধাচার ও নিয়মশৃঙ্খলা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ হয়। পঞ্চম গ্রেডের কর্মকর্তার থাকা জরুরি না হলেও আমি অংশ নিতে বাধ্য হয়েছি। শুদ্ধাচার নিয়ে বক্তব্য দিতে গিয়ে সরকারের কয়েকটি সংস্থার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে পুরো সংস্থার বদনাম হয় বলেছি। নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি।’
গত সোমবার বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির শুদ্ধাচার ট্রেনিং প্রোগ্রাম হয়। এতে ওয়াহেদ উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘কীসের শুদ্ধাচার, যেখানে দিনের ভোট রাতে হয়।’ তাঁর এ বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন