- সারাদেশ
- ঢাবির হলে কথা কাটাকাটি থেকে মারধর, শিক্ষার্থী আহত
ঢাবির হলে কথা কাটাকাটি থেকে মারধর, শিক্ষার্থী আহত

প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কথা কাটাকাটি থেকে মারধরে দেলোয়ার হোসেন নামে তৃতীয় বর্ষের দর্শন বিভাগের এক শিক্ষার্থী জখম হওয়ার ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিরপুর ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার হলের টিনশেডের ২০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা এবং ভুক্তভোগীরা একই রুমে থাকেন।
ঘটনায় অভিযুক্তরা হলেন, কক্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বায়েজিদ ইসলাম ও একই বর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ, বিজয় একাত্তর হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিনহাজুল ইসলাম। তারা সবাই তৃতীয় বর্ষের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কক্ষের আসন নিয়ে পূর্ব থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। দেলোয়ার জুনিয়র এক শিক্ষার্থীকে বায়েজিদের সিটে উঠাতে চাচ্ছিলেন। তবে বায়েজিদের নানা মারা যাওয়ার কারণে তিনি কয়েকদিন হলে ছিলেন না। বুধবার তিনি হলে ফিরে কক্ষের সবাইকে বাড়ি থেকে আনা আম দিয়ে খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে পুনরায় আসন নিয়ে কথা কাটাকাটি হয়। বায়েজিদ বলেন সিট কাউকে দিলে সিনিয়ররা দেবে, দেলোয়ার যেন এ বিষয়ে হস্তক্ষেপ না করেন। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার মাথায় আঘাত পান এবং তার দাঁত ফেটে যায়।
এ বিষয়ে জানতে বায়েজিদ ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
হলের প্রাধ্যক্ষ ড. আব্দুর রহিম সমকালকে বলেন, আহত শিক্ষার্থীকে মিরপুর ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন