- সারাদেশ
- লরিতে পিকআপের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩
লরিতে পিকআপের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফাইল ছবি
ফেনীর কাজির দিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তার স্ত্রী ইয়াসমিন (২০) এবং পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী জানান, বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিল পিকআপটি। এ সময় পিকআপ ভ্যানে শিমুল, তার স্ত্রী ইয়াসমিন ও শ্বশুর দেলোয়ার হোসেন ছিলেন। পিকআপ ভ্যানটি রাত ২টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার কাজিরদিঘী নামক এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় শিমুল, ইয়াসমিন ও পিকআপচালক আবু সাঈদ নিহত হন। আহত হন দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপচালকের সহকারী মো. সাগর (২২)। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এইচজেড
মন্তব্য করুন