প্রকাশ পেয়েছে রক ব্যান্ড আরবোভাইরাসের স্টুডিও অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’-এর দ্বিতীয় গান ‘অবাস্তব’। আরবোভাইরাসকে নিয়ে ‘অবাস্তব লাইভ’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

আসছে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কনসার্টটি শুরু হবে; চলবে রাত ১০টা পর্যন্ত। আরবোভাইরাস ছাড়া এতে গান পরিবেশন করবে– ব্ল্যাক, বে অব বেঙ্গল, মেট্রোলাইফ, আপেক্ষিক, ফিউজড ও কলস্লো।

টিএএসির মূল ফটকে টিকিট পাওয়া যাচ্ছে, দাম ২০০ টাকা। 

বিষয় : আরবোভাইরাস অবাস্তব লাইভ

মন্তব্য করুন