কোম্পানির করহার ও অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। কোম্পানি ছাড়াও ব্যক্তিসংঘ, ট্রাস্ট, ফান্ড ও অন্যান্য ক্ষেত্রেও কর আগের মতোই রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আয়ের ওপর ২০ শতাংশ এবং তালিকাভুক্ত না এরকম কোম্পানির আয়ের ওপর সাড়ে ২৭ শতাংশ কর দিতে হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের আয়ের ওপর সাড়ে ৩৭ শতাংশ। তালিকাভুক্ত না হলে ৪০ শতাংশ। মোবাইল ফোন অপারেটরের ৪৫ শতাংশ, তামাকজাত পণ্য প্রস্তুতকারীর ওপর ৪৫ শতাংশ, সমবায় সমিতির আয়ে ১৫ শতাংশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ প্রকৌশলী কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হয়।

আরএডি