কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এবার কক্সবাজার পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা হলেন- ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদুল জলিল, ১২নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিটের সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিটের সদস্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে। এছাড়াও গত ১৯ মে রাশেদের ছোট ভাই কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।

/এসএইচ/