- সারাদেশ
- হাতপাখার প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
বরিশাল সিটি নির্বাচন
হাতপাখার প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান এ অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতপাখা প্রতীকের প্রচারের সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভোট চাওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য শরিয়ত উল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান একজন অখ্যাত প্রার্থী। তাঁর প্রচার নেই, প্রচার করার সামর্থ্যও নেই। নিজেকে আলোচনায় আনার জন্য এসব মিথ্যা অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামানের অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন