- সারাদেশ
- প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা, শুরু মাইকিংও
সিলেট সিটি নির্বাচন
প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা, শুরু মাইকিংও

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা। প্রতীক সংবলিত লিফলেট নিয়ে তারা প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া প্রতীক পেয়ে নগরীতে কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে মাইকিং করতে দেখা গেছে। যদিও মাইকিং ছাড়া প্রায় সব সবধরনের প্রচারণা গত একমাস ধরেই করে যাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের শুক্রবার সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে সিসিক নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
মেয়র পদে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান হাতপাখা ও জাকের পার্টির জহিরুল আলম গোলাপ ফুল প্রতীক ছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু ঘোড়া, যুবদল কর্মী মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট ও মো. শাহ জাহান মিয়া বাস প্রতীক পেয়েছেন।
শুক্রবার প্রতীক হাতে পেয়ে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেন্দিবাগ ও উপশহর এলাকায়, জাপার নজরুল ইসলাম বাবুলকে মেন্দিবাগ এলাকায় এবং ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসানকে মেন্দিবাগ, সোবহানীঘাট ও উপশহর এলাকায় প্রচারণা চালাতে দেখা যায়।
প্রচারণাকালে আনোয়ারুজ্জামান সমকালকে বলেন, আমি নগরীর মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। একটি স্মার্ট নগর গঠন করতে পারলে তাদের প্রত্যাশা পূরণ হবে।
জাপার বাবুল বলেন, পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছি।
ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান জানান, দুর্নীতিমুক্ত নগর ভবন করতে যা প্রয়োজন তাই তিনি করবেন। সেই লক্ষ্য নিয়েই প্রচারণা শুরু করেছেন।
এদিকে শুক্রবার রাতে কুমারপাড়ায় বাবুলের ও মির্জাজাঙ্গাল এলাকায় আনোয়ারুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। পাশাপাশি অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ও আজ-কালের মধ্যে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
/এসআর/
মন্তব্য করুন