- সারাদেশ
- সিলেটে সবজি বিক্রেতা খুনের ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে সবজি বিক্রেতা খুনের ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার

সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় ছুরিকাঘাতে গোবিন্দ দাস (৩৫) নামে এক সবজি বিক্রেতাকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- সাদিপুর শিবগঞ্জ এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি, একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস, টিলাগড় ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
ওসি আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাও এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে গোবিন্দ দাস (৩৫) ঠেলাগাড়ি নিয়ে নগরীর সোবহানীঘাটের সবজি বাজারে যাচ্ছিলেন। ধোপাদিঘীর পূর্বপাড়ের সৈয়দ চান্দ আহমদ চিশতিয়া মাজারের সামনে পৌঁছালে গোবিন্দকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা সাত হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোবিন্দকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই জনারধন সরকার অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ছুরি ও সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ সমকালকে বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
/এমএম/
মন্তব্য করুন