- সারাদেশ
- দৌলতখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
দৌলতখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের

ভোলার দৌলতখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে দুইজন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নুর মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. আলম (৩৫)। তিনি দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আবুল কালাম (৪৫) একই গ্রামের কদম আলীর ছেলে এবং জয়নগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলম ও কালামসহ তিনজন মোটরসাইকেলে করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। নুর মিয়ার হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই যুবদল নেতা আলমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আবুল কামালকে ভোলা সদর হাসপাতলে নেওয়ার পথে তিনিও মারা যান।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল নেওয়ার পথে আরেকজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
মন্তব্য করুন