- সারাদেশ
- বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দম্পতির
বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দম্পতির

প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালচো দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কবুতর পোষা মমিনের শখ। সম্প্রতি বিড়ালে আক্রমণ থেকে পোষা কবুতরের বাচ্চা রক্ষায় খোঁয়াড়ের দুপাশে বৈদ্যুতিক তার জড়িয়ে দেন মমিন। শুক্রবার খোঁয়াড়ে কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। এ সময় স্বামীকে উদ্ধার করতে ছুটে আসেন নুরজাহান। তখন তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে বাড়ির লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে দেন এবং তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন