- সারাদেশ
- আ. লীগের সর্বনাশ করার জন্য নিজেরাই যথেষ্ট: কাদের সিদ্দিকী
আ. লীগের সর্বনাশ করার জন্য নিজেরাই যথেষ্ট: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সমকাল
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের লোকেরাই জাহাঙ্গীরের মায়ের জন্য বেশি কান্নাকাটি করেছেন। আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য আর কোনো দলের দরকার নেই, নিজেরাই যথেষ্ট।
শুক্রবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, সিটি নির্বাচনে জাহাঙ্গীরের মা জয়ী হওয়ায় আমি খুশি হয়েছি। এখন গাজীপুর সিটি করপোরেশনের কর্তা দুজন। একজন সাবেক মেয়র জাহাঙ্গীর এবং আরেকজন তার মা। দুজনই সিটি করপোরেশন চালাবেন। কিন্তু এক পদে একজনই কর্তা থাকেন। এতে নানা অসুবিধা সৃষ্টি হতে পারে। ফলও এক বছরের মধ্যেই দেখতে পাবেন।
তিনি আরও বলেন, আমরা খুব একটা ভাল নেই। কয়েক দিন ধরে দেশে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নানা কথা হচ্ছে। বিএনপি বলছে, সরকারকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা দিয়েছে। আবার আওয়ামী লীগ বলছে, বিএনপিকে সোজা করতে এমন কাজ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেউ একবারও ভাবছে না, এটা আওয়ামী লীগ-বিএনপির ক্ষতি নয়, ক্ষতি হচ্ছে বাংলাদেশের।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক, সদস্য ফেরদৌস আলম, কেন্দ্রীয় যুব আন্দোলনের নেতা হাবিবুন নবী হোসেল, সিপিবির গাজীপুর জেলা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মো. কাউসারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করে দলটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার।
মন্তব্য করুন