ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে মো. শাহাজাহান নামের এক যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে ভোলার লালমোহন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লঞ্চের কর্মীরা ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়েও ওই যাত্রীকে উদ্ধার করতে পারেননি।  

নিখোঁজ যাত্রী শাহাজাহান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। 

যাত্রীরা জানান, নিখোঁজ শাহাজান তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। তিনি ডেকের যাত্রী ছিলেন। এক সময় তিনি লঞ্চের পেছনের দিকে যান। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান। 

লঞ্চের মাস্টার মো. নোমান জানান, ওই যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।