- সারাদেশ
- বাজেটে বেকার ভাতার দাবি খুলনা যুব ইউনিয়নের
বাজেটে বেকার ভাতার দাবি খুলনা যুব ইউনিয়নের

ফাইল ছবি
আগামী অর্থবছরের বাজেটে যুব কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, চাকরির সব পরীক্ষা বিভাগীয় শহরে করাসহ কর্মসংস্থান খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর শাখা। এ দাবিতে বৃহস্পতিবার রাতে সিপিবি খুলনা জেলা কার্যালয়ে সভা করে সংগঠনটি।
সভায় বক্তারা বলেন, বেকারত্বের যন্ত্রণায় ক্ষুব্ধ যুবসমাজ শিক্ষাসনদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। তারা চরমভাবে হতাশাগ্রস্ত। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। চাকরির পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সরকারি পাটকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, সব সরকারি মালিকানাধীন শিল্পকারখানা বেসরকারি খাতে ছেড়ে দিয়ে শ্রমিক শোষণের পথ আরও পাকাপোক্ত করা হয়েছে। দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা চলছে। প্রতিটি খাতে নৈরাজ্যকর পরিবেশ বিরাজ করছে। প্রতিকার জানাতে গেলে ডিজিটালসহ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। মানুষ এ থেকে পরিত্রাণ পেতে চায়। বক্তারা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যুব কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, চাকরির সব পরীক্ষা বিভাগীয় শহরে করাসহ কর্মসংস্থান খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানান।
যুব ইউনিয়নের জেলা সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু ও সিপিবি মহানগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী। বক্তব্য দেন যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, জেলা সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন বিপ্লব, যুবনেতা প্লাবন পাল বাধন, ভবেশ রায়, উজ্জ্বল বিশ্বাস, মিঠুন মণ্ডল ও জুলকার নাঈম প্রমুখ।
বিষয় : বাংলাদেশ যুব ইউনিয়ন বেকার ভাতা
মন্তব্য করুন