পারটেক্স স্টার গ্রুপ সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন ধরনের পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক সাশ্রয়ী উদ্ভাবন ও গবেষণার জন্য বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স স্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল আজিজ, ডিরেক্টর আমিদ আল আজিজ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া, সিওও ক্যোস্টার-১)-সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ সুজন সাহা, লিড প্রোডাকশন তবিউর রহমান, আরঅ্যান্ডডি এবং প্রসেস ইনোভেশন লিড সাজ্জাদ হোসেন এবং বুয়েটের (আরআইএসই) পক্ষে ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ইইই ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, এমএমডি ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ড. ফাহমিদা গুলশান এবং এসোসিয়েট প্রফেসর ড. মোঃ মুকতাদির বিল্লাহ, আইপিই ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ড. ফেরদৌস সারোয়ারসহ উভয়পক্ষের কর্মকর্তারা।