বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাদিকুল ইসলাম নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। 

সাদিকুল বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনি এলাকার আরমান সিদ্দিকির ছেলে ও রানিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। 

শুক্রবার সাদিকুল তার বন্ধুদের সঙ্গে সারিয়াকান্দিতে বেড়াতে যায়। তারা কালিতলা থেকে নৌকায় দেলুয়াবাড়ীতে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সাদিকুল নিখোঁজ হয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিস শনিবার সকাল ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত সাদিকুলের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।  

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম। 

সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে কাজ করছে ডুবুরি দল। তবে, এখনও তার সন্ধান পাওয়া যায়নি।