- সারাদেশ
- ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি: ইসি হাবিব
ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি: ইসি হাবিব

ইসি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ছবি: সমকাল
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন এক বছর তিন মাস আগে দায়িত্ব নেয়। এ সময় কমিশনের অধীনে ৭০০টির বেশি নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত এসব নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। তাই কক্সবাজার পৌরসভা নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না।
শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে ইসি আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ পালন করতে হবে। যারা পালন করবেন না, তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।
ইসি আরও বলেন, এখন তো প্রত্যেকের হাতে মোবাইল ফোন, মোবাইল ক্যামেরা ও রেকর্ডার রয়েছে। আপনারা অডিও, ভিডিও, ছবিসহ তথ্য-প্রমাণ জমা দেন, আমরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
মো. আহসান হাবিব খান বলেন, যার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাবে, তিনি যত প্রভাবশালী হন না কেন, নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
এ সময় মতামত তুলে ধরেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মাহাবুবর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়াসহ চারজন কাউন্সিলর প্রার্থী। এসময় তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
মন্তব্য করুন