- সারাদেশ
- ডা. আফছারুল আমীনকে পারিবারিক কবরস্থানে দাফন
ডা. আফছারুল আমীনকে পারিবারিক কবরস্থানে দাফন

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. মো. আফছারুল আমীনের তৃতীয় জানাজা শেষে দক্ষিণ কাট্টলী মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার বাদ এশা দক্ষিণ কাট্টলী পি এইচ আমীন অ্যাকাডেমি স্কুল প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বাদ আছর নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টির নেতাসহ সাধারণ মানুষরা উপস্থিত হন।
জানাজায় উপস্থিত ছিলেন-ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ডা. মো. আফছারুল আমীনের ছোট ভাই ডা. এরশাদুল আমীন ও ছেলে ফয়সাল আমীন, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, এম এ লতিফ, দিদারুল আলম, র্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও নজরুল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন