- সারাদেশ
- হাতে হাতকড়া নিয়েই স্বেচ্ছাসেবক দল নেতা বাবার জানাজায়
হাতে হাতকড়া নিয়েই স্বেচ্ছাসেবক দল নেতা বাবার জানাজায়

বাবার জানাজায় স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু- সমকাল
খুলনার রূপসায় হাতকড়া নিয়েই বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। শনিবার বাদ আসর রূপসার আইচগাতি গ্রামের অগ্রদূত মাঠে এ জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী জানান, কারাবন্দি আতাউর রহমানের বাবা শেখ আজিজুর রহমান শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান। পরিবারের আবেদনে প্যারোলে মুক্তি পান আতাউর। জানাজা ও দাফনের সময় পুলিশ তাঁর এক হাত থেকে হাতকড়া খুলে দিলেও অন্য হাতে ছিল। দাফন শেষে তাঁকে আবারও জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। বাবার জানাজায় ছেলের হাতে হাড়কড়া দেখে উপস্থিত দলটির নেতাকর্মী ছাড়াও পরিবারের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন।
জানাজায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ অংশ নেন।
গত ১৯ মে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ সময় খুলনা প্রেস ক্লাব এলাকা থেকে আতাউর রহমানকে আটক করে পুলিশ। পরদিন পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন