- সারাদেশ
- রাজধানীর দুই লেকে তিন শিশু-কিশোরের লাশ
রাজধানীর দুই লেকে তিন শিশু-কিশোরের লাশ

প্রতীকী ছবি।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি লেকে দুই শিশুর লাশ এবং ধানমন্ডি লেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে বধ্যভূমি লেক থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। আশপাশের এলাকায় ছবি দেখিয়ে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা গোসল করতে নেমে ডুবে গেছে। লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপরদিকে ধানমন্ডি লেক থেকে এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ছেলেটি লেকে গোসল করতে নেমে ডুবে যায়।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, বায়তুল আমান জামে মসজিদ-সংলগ্ন এলাকায় লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। পাড়ে তার জুতা ও জামা পাওয়া গেছে। ময়নাতদন্তে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন