- সারাদেশ
- মাওয়ায় ড্রেনেজ ব্যবস্থার দাবি
মাওয়ায় ড্রেনেজ ব্যবস্থার দাবি
-samakal-647b92e2dfd7a.jpg)
লৌহজংয়ের মাওয়ায় শনিবার ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা - সমকাল
ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ কর্মসূচি পালিত হয়। এতে সেতুসংলগ্ন উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ করতে গিয়ে বাঁধ তৈরি করা হয়। মাওয়া এলাকাটি উঁচু হয়ে যাওয়ায় মেদিনীমণ্ডল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লিলেন মৃধা ও সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগমের নেতৃত্বে তিন শতাধিক নারী-পুরুষ ওই বিক্ষোভে অংশগ্রহণ করেন। সংবাদ পেয়ে সেখানে গিয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী পানি নিষ্কাশনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এতে বিক্ষোভকারীরা শান্ত হন।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী সমকালকে বলেন, ‘আমরা যে ড্রেন বানিয়েছি, সেখানে পানি নিষ্কাশনে মাওয়া এলাকার জন্য একটি লাইন তৈরি করেছি। কিন্তু স্থানীয়রা ড্রেনের সঙ্গে অন্তত ৪-৫টি লাইন সংযুক্ত করার দাবি করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি।’
মন্তব্য করুন