
অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে হবিগঞ্জ পৌর এলাকার একটি সরু রাস্তা। ছবি-সমকাল
হবিগঞ্জ শহরে গড়ে উঠছে একের পর এক অনুমোদনহীন ভবন। সেই সঙ্গে যারা অনুমোদন নিয়েছেন তাঁরাও মানছেন না ইমারত নির্মাণসংক্রান্ত আইন (বিল্ডিং কোড)। এতে যেমন গড়ে উঠছে অনিরাপদ আবাসন, তেমনি অপরিকল্পিত নগরায়ণে শহর হয়ে উঠছে বাসযোগ্যহীন। ফলে নানা দুর্ভোগের সঙ্গে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। এছাড়া প্রত্যাশিত নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন পৌর বাসিন্দারা।
শহর ঘুরে দেখা যায়– চিড়াকান্দি, মুসলিম কোয়ার্টার, রাজনগর, গোসাইনগর, যশের আব্দা, মোহনপুর, কামড়াপুর ও সিনেমা হল রোড এলাকার রাস্তা এতটাই সরু যে অ্যাম্বুলেন্স-ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়াতো দূরের ব্যাপার, ঠিকমতো রিকশাও যেতে পারে না। এছাড়া গত এক দশকে শহরে পুকুর-জলাশয় ভরাট করে গড়ে উঠেছে শত শত ভবন। এছাড়া বেদখল হচ্ছে নদীর জায়গা। এতে অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ক্ষতি ও প্রাণহানি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
হবিগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ জানান, একটি প্রভাবশালী শ্রেণি নিজেদের মতো করে পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বাসাবাড়ি নির্মাণ করছে। তবে এ বিষয়ে এখন তালিকা তৈরির কাজ চলছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ দাশ জানান, বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন রয়েছে। অনেকেই ভবন নির্মাণের সময় তা মানছেন না। তিনি বলেন, পৌর এলাকার অন্তত ২০ থেকে ২৫ শতাংশ ইমারত নির্মাণকারী এ আইন অমান্য করেছেন। ইতোমধ্যে অনেককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর আবার অনেকেই পৌর কর্তৃপক্ষের যথাযথ নিয়ম মেনে কাজ শুরু করছেন।
পৌরসভার মেয়র আতাউর রহমানর সেলিম বলেন, অনুমোদনহীন এবং নকশাবহির্ভূত ভবনের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা তৈরি সম্পন্ন হলেই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন