- সারাদেশ
- পানিতে ভাসছিল বস্তাবন্দি মরদেহ
পানিতে ভাসছিল বস্তাবন্দি মরদেহ

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রিজের নিচে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে- মরদেহটি কয়েকদিন পূর্বের।
পুলিশ ও স্থানীযরা জানান, সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রিজের খালে বস্তাবন্দি ওই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানার একদল পুলিশ সেখানে পৌঁছেন। পরে ব্রিজের নিচ থেকে ওই মরদেহ তোলা হয়। তোলার সময় মরদেহ থেকে মাংস খুলে পড়ছিল।
এ দিকে ঘটনাস্থল থেকে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর মৃত ব্যাক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মূত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন