- সারাদেশ
- নাইটিংগেল মেডিকেল কলেজের ৪৫ শিক্ষার্থীকে মাইগ্রেশনের আদেশ
নাইটিংগেল মেডিকেল কলেজের ৪৫ শিক্ষার্থীকে মাইগ্রেশনের আদেশ

প্রতীকী ছবি।
তিন মাসের মধ্যে নাইটিংগেল মেডিকেলের ৪৫ শিক্ষার্থীকে যে কোনো বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশন করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে এই আদেশ দেন।
আদালতে শিক্ষার্থীদের করা আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জালাল উদ্দিন, গিয়াস উদ্দিন মিঠু প্রমুখ।
২০২১ সালের ৩ ডিসেম্বরে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ থেকে নিবন্ধিত কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন চেয়ে করা আবেদন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রোববার আদেশ দেন আপিল বিভাগ।
২০২১ সালের ১৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশন চেয়ে আবেদন করেন। আবেদনে সাড়া না পাওয়ায় ওই বছরের ডিসেম্বরে নাইটিংগেল মেডিকেল কলেজ থেকে নিবন্ধিত কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।
২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া এ শিক্ষার্থীরা নানা সমস্যা ও প্রতিকূলতা পেরিয়ে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হলেও পাচ্ছিলেন না কোনো ক্লাস ও সময় মতো পরীক্ষার সুযোগ। চিকিৎসক না থাকায় রোগীশূন্য হাসপাতালটিতে হাতে-কলমে স্বাস্থ্যশিক্ষা সম্পর্কিত জ্ঞান অর্জন করাও সম্ভব হয়ে উঠছিল না তাদের।
মন্তব্য করুন