- সারাদেশ
- চার্জে লাগানো অটোরিকশায় প্রাণ গেল ভাই-বোনের
চার্জে লাগানো অটোরিকশায় প্রাণ গেল ভাই-বোনের

প্রতীকী ছবি
নীলফামারী সদর উপজেলায় বৈদ্যুতিক চার্জে লাগানো অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা হলো ওই গ্রামের এন্তাজুল হকের মেয়ে লিমা আক্তার (৯) ও আরিফ হোসেন (৭)।
স্থানীয়রা জানায়, বাড়ির সামনে বৈদ্যুতিক লাইনে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন এন্তাজুল হক। তার দুই সন্তান চার্জে লাগানো অটোরিকশায় উঠে খেলছিল। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পুরো গ্রামে শোক চলছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোন মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন