- সারাদেশ
- সিলেটে বাক্কোর বিপিও সামিট
সিলেটে বাক্কোর বিপিও সামিট

সারাদেশে আউটসোর্সিং শিল্পের নিবেদিত বাণিজ্য সংস্থা ‘বাক্কো’র উদ্যোগে মে থেকে জুলাই মাসব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিজনেস প্রোমোশন কাউন্সিল।
রাজশাহী বিভাগ গত ২৩-২৪ মে থেকে যাত্রা শুরু করে এবারের বিভাগীয় বিপিও সামিট। তারই ধারাবাহিকতায় আগামী ৫-৬ জুন দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সম্মেলন হবে সিলেটে।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ জুন ‘ক্যারিয়ার ক্যাম্পেইন’ হবে। যার অংশ হিসেবে থাকছে ক্যারিয়ার কর্মশালা, সিভি সংগ্রহ ও চাকরি মেলা। কর্মশালায় বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা হবে। চাকরি মেলার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বিপিও শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করা হবে। নিয়োগ দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পলিসি ডায়লগ সেশন’ হবে। যেখানে বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন দিক, নীতিমালা পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে আলোচনায় অংশ নেবেন স্থানীয় অংশীজনেরা।
সিলেটের রিকাবী বাজারে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামে মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে মূল আয়োজন। যেখানে প্রধান অতিথি থাকবেন সিলেট বিভাগের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমান। বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বাক্কোর আয়োজনে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। শুধু রাজধানী শহরেই নয়, সাতটি বিভাগে পর্যায়ক্রমে ‘বিপিও সামিট’ উদযাপনের পর ঢাকায় বসবে চূড়ান্ত আসর। তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশে আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, বিপিও খাতের অর্জন, সাফল্য ও সম্ভাবনা উপস্থাপন, সংশ্লিষ্ট সেমিনার ও কর্মশালা, ই-গভর্নেন্স, ই-কমার্স, অবকাঠামোগত উন্নয়নে দেশের সবার কাছে উপস্থাপন করা হবে।
বিপিও সামিটে অংশগ্রহণে আগ্রহীদের (bposummit.org.bd/register) সাইটে নিবন্ধনের জন্য আহবান জানিয়েছে বাক্কো।
মন্তব্য করুন