- সারাদেশ
- গ্রেপ্তারের চারদিনের মাথায় জামিনে মুক্ত চিকিৎসক
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
গ্রেপ্তারের চারদিনের মাথায় জামিনে মুক্ত চিকিৎসক

পার্থ সাহা
ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের চার দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন এক চিকিৎসক। তাঁর নাম পার্থ সাহা। রোববার তাঁকে জামিন দিয়েছেন ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়। এর আগে গত ৩১ মে জেলা শহরের ঝিলটুলী মহল্লার সোনার তরী আবাসিক ভবনের তৃতীয় তলায় নিজ ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা গেছে, ২৫ মে কোতোয়ালি থানায় চিকিৎসক পার্থের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সোনার তরী আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের মালিক অবসরপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মহাদেব সাহা। এতে অভিযোগ করা হয়, গত ১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ আইডি থেকে মহাদেবকে উদ্দেশ করে একটি পোস্ট দেন চিকিৎসক পার্থ। ওই পোস্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আক্রণাত্মক ও মিথ্যা তথ্য ছড়িয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অবমাননাকর কথাবার্তা প্রচার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, মামলা হওয়ার পর অভিযোগ তদন্ত করে ৩১ মে রাতে পার্থ সাহাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বাদীর আইনজীবী আরমান রিমন বলেন, বৃহস্পতিবার পার্থকে আদালতে তোলা হলে আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে রোববার দ্বিতীয় দফায় জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। বিকেলে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন