চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হচ্ছে আগামী বুধবার। রোববার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ এ তথ্য জানান। এর আগে ২৫ মে চলতি মৌসুমে প্রথম বিশেষ ট্রেনটি চালুর ঘোষণা দেওয়া হলেও, আম স্বল্পতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়। কিন্তু মৌসুম শুরুর অনেক পরে দ্বিতীয় দফায় এই ট্রেন চালুর ঘোষণায় এর সুফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।

তাঁরা বলছেন, প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার নির্দিষ্ট সময়সূচি বেঁধে দেয়নি। তার পরও মে মাসের শেষ দিকে বিভিন্ন জাতের গুটি আম এবং জুনের প্রথম দিন থেকেই ক্ষীরশাপাতি আম বাজারে ব্যাপক হারে উঠতে শুরু করে। ইতোমধ্যে জেলার বাইরের ব্যবসায়ীরা আম কিনে পাঠানো শুরু করেছেন। তাই ট্রেনটি অন্তত ১ জুন থেকে চালু করলেও ব্যবসায়ীরা লাভবান হতেন।

শিবগঞ্জ উপজেলার এক চিকিৎসক বলেন, তিনি ২ ও ৩ জুন একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে ৯ মণ আম পাঠিয়েছেন। আমের মৌসুমের শুরুতেই শুভাকাঙ্ক্ষীরা আমের জন্য তাগাদা দেওয়ায় এবং মৌসুমের শেষ দিকে আমের দাম বেড়ে যাওয়ায় শুরুতেই আম কিনে পাঠিয়ে দিয়েছেন। সে ক্ষেত্রে বিশেষ ট্রেনটি আগে চালু হলে কম খরচে তাঁর মতো অনেকেই আম পাঠাতে পারতেন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, প্রতিবছরই ম্যাংগো স্পেশাল ট্রেন সময়মতো চালু না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। গত বছর ট্রেনটি চালুর সাত দিনের মাথায় লোকসানের কারণে বন্ধ করে দেওয়া হয়। এ বছরও বিলম্বে চালু হওয়ায় জেলার শতকরা ২০ শতাংশ আম ইতোমধ্যে বিভিন্নভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ মৌসুমের শুরুতে ট্রেনটি চালু করলে সরকারের রাজস্ব বাড়ত এবং ব্যবসায়ীরাও উপকৃত হতেন।

রেলওয়ে সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বুধবার বিকেল ৪টায় ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ৬টায় এবং আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে কেজিপ্রতি ১ টাকা ৩২ পয়সা।

রাজশাহী স্টেশন থেকে ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৭টা ৫৩ মিনিটে সরদহ রোড, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি এবং ট্রেনটি আব্দুলপুর পৌঁছবে রাত ৮টা ৩৫ মিনিটে। এর পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। মাঝে জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে আম বুকিং করার জন্য দাঁড়াবে। এসব থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হবে কেজিপ্রতি ১ টাকা ১৭ পয়সা। ট্রেনটি তেজগাঁও স্টেশনে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।

/এসআর/