- সারাদেশ
- মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হাসপাতালে ভর্তি আহতরা। ছবি: সমকাল
মাগুরার মহম্মদপুরে সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়ন কালুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছাদ (৪৫), রবিকুল (৩০), হৃদয় বিশ্বাস (৩০), খাজারুল (৩৫) ও মনছুরকে (৪৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুকান্দি গ্রামের নুর আলম ও চুন্নু মিয়া গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। গত জানুয়ারিতে সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষকে আসামি করে পুলিশ মামলা করে। সেই মামলায় হাজিরা দিতে উভয় পক্ষের লোকজন রোববার সকালে মাগুরা জজ আদালতে আসেন। আদালত চত্বরে চুন্নু মিয়া ও নুর আলম গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যায় কালুকান্দি গ্রামের হিরো মোল্যার চায়ের দোকানে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, কালুকান্দি গ্রামে সামাজিক বিরোধ কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কালুকান্দি গ্রাম থেকে ১০টি ঢাল ও ২০টি সড়কি উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন