- সারাদেশ
- ইউপি সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
ইউপি সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতীকী ছবি
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) অপূর্ব মণ্ডলের (৩৬) বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৯) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অপূর্ব উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া গ্রামের মৃত ব্রজেন্দ্র নাথ মণ্ডলের ছেলে।
ওই কলেজছাত্রীর মায়ের ভাষ্য, দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে অপূর্ব তাঁর মেয়েকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় রমেশ বিশ্বাসের বাড়ির সামনে বসে অপূর্ব মণ্ডল ও তার ভাই নিমাই মণ্ডল মেয়েসহ তাকে গালাগাল করতে থাকে। তাদের নিষেধ করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অপূর্ব বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করে। মেয়ের কাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে অপূর্ব ও তার লোকজন হুমকি-ধমকি দিচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অপূর্ব মণ্ডল। তিনি দাবি করেন, এ ধরনের কাজ করেননি তিনি। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন