- সারাদেশ
- ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রজেক্টের জংশনের কাজ করাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিন কাজী (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাক্ষ্মণকান্দা রেল সংযোগ প্রজেক্টে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম সমকালকে এ তথ্য জানিয়েছেন।
মৃত মমিন গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার কুন্দারপাড়া গ্রামের মৃত মাইনুদ্দিনের (জবান হাজী) ছেলে।
ভাঙ্গা থানার ওসি জানান, সকালে বামনকান্দা পদ্মা সেতু রেল প্রজেক্টের জংশনের কাজ করাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক। পরে ঘটনাস্থলে থাকা অন্নান্য শ্রমিক তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্তকার্য চালায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হায়দার জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন