- সারাদেশ
- মনোনয়নপত্র তোলার আগে ডিবি কার্যালয়ে হিরো আলম
ঢাকা-১৭ উপনির্বাচন
মনোনয়নপত্র তোলার আগে ডিবি কার্যালয়ে হিরো আলম

ডিবি কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হিরো আলম - সমকাল
বগুড়ার পর এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম।
রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। এ সময় জানান, ডিবিপ্রধান হারুন অর রশীদের দোয়া নিতে এসেছিলেন তিনি।
ডিবিপ্রধানের কাছে আসার কারণ জানিয়ে হিরো আলম বলেন, আপনারা দেখেছেন, আমরা কেউ বিপদে পড়লে হারুন ভাইয়ের কাছে আসি। আজকে আমি তার থেকে দোয়া নিতে এসেছি। তাকে বলেছি, 'আপনি দোয়া করবেন। সামনে যেহেতু নির্বাচন, সেহেতু দোয়া আর সাপোর্ট দরকার। আপনারা পাশে না থাকলে তো নির্বাচনে আসা মুসকিল হয়ে যাবে।'
চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম। এর আগে বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়ার দুটি আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।
বগুড়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, তার (চিত্রনায়ক ফারুক) কোনো একটি অসমাপ্ত কাজ যেন (সমাপ্ত) করতে পারি, সে জন্য নির্বাচনে আসছি। এ আসন নিয়ে খোঁজখবর নিয়েছি। এ ছাড়া বস্তি এলাকা, ভাষানটেক ও মহাখালী এলাকা ঘুরে দেখেছি, তেমন কাজ হয়নি। দেখি আগামী ৪-৫ মাসে ভালো কিছু করতে পারি কি-না!
তিনি আরও বলেন, 'যারা দেখেছে, হিরো আলম সৎ পথে চলে, সত্য কথা বলে এবং মানুষের পাশে থাকে তারা সবাই বলছে, আমরা তোমাকে চাই। এলাকার মানুষ সাহস না দিলে তো আমি নির্বাচন করতে পারি না। তারা সাহস দিয়েছে বলেই নির্বাচলে আসা।'
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসানসহ অনেকে প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এতসব হেভিওয়েট প্রার্থীদের মধ্যেও জেতার আশা করেন কি-না, জানতে চাইলে হিরো আলম বলেন, 'আমি তাদের থেকে কম ভাইটাল নাকি যে, তাদের ভয় করতে হবে! নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কে ভাইটাল, কে ভাইটাল না, সেটা গুরুত্বপূর্ণ না। হিরো আলম কাউকে ভয় পায় না। বরং তারা চিন্তা করুক যে, হিরো আলম তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে।'
মন্তব্য করুন