- সারাদেশ
- নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে: নানক
নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে: নানক

সোমবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ সংসদীয় আসনের ৮টি ওয়ার্ড যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, বিএনপি-জামায়াত হাওয়া ভবন করে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র গঠন করেছিল। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের সামরিক বাহিনীর ছয়শ’র বেশি সামরিক সদস্যকে হত্যা করেছিলেন। সেই বিএনপি নাকি রাষ্ট্রকাঠামোকে মেরামত করবে! ওদের কথা শুনে ঘোড়াও হাসে।
নানক বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। যত ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন থেমে থাকবে না। আওয়ামী লীগ ও তার সরকার কোনো অপশক্তিকে ভয় পায় না।
এ সময় দলের বার্তা পাওয়ামাত্রই আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়তে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন