- সারাদেশ
- চট্টগ্রামে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ ২ জন গ্রেপ্তার
চট্টগ্রামে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ ২ জন গ্রেপ্তার

চোরাই অকটেনসহ গ্রেপ্তার দুই জন - সমকাল
চট্টগ্রামে পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- কর্ণফুলী থানার চরপাথরঘাটা গ্রামের প্রয়াত ইয়াছিন আহাম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া থানার চরকানাই গ্রামের মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে চোরাই অকটেন এবং ডিজেল মজুদ করছে এমন খবরে শিকলবাহা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে চার হাজার ৯৫৫ লিটার চোরাই অকটেন জব্দ করা হয়।
নূরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা অবৈধভাবে বিভিন্ন জাহাজ ও জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন ও ডিজেল কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে। তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক।
মন্তব্য করুন