- সারাদেশ
- বিনা চিকিৎসায় দিন কাটছে ‘গোলবারের বীর’ মহসিনের
বিনা চিকিৎসায় দিন কাটছে ‘গোলবারের বীর’ মহসিনের

তিন ফ্রেমে বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক মহসিন। ছবি: সংগৃহিত
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। বাংলাদেশ জাতীয় দলসহ আবাহনী, মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় ‘গোলবারে দাঁড়িয়ে বীর মহসিন’ গানের জন্য তাকে গোলবারের বীরও বলা হয়। ওই মহসিনের দিন কাটছে বিনা চিকিৎসায়।
আশির দশকে মাঠ কাঁপানো এই গোলরক্ষক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চোখে দেখতে পান না ঠিক মতো। কিন্তু কোন অসুখেরই ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। রাজধানীর সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডে পারিবারিক একটি ফ্ল্যাটে ছোট ভাইয়ের সঙ্গে বাস করেন তিনি সেখানে নিভৃতে কাটছে দিন।
মহসিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটবল ছেড়ে কানাডায় গিয়েছিলেন প্রায় এক যুগ মাঠ মাতানো মহসিন। সেখানে বিয়ে করে সংসার পেতেছিলেন। ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু ওই সংসার বা ব্যবসা টেকেটি তার। নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছিলেন। তীব্র হতাশা থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে পরিবারের ধারণা।
তার পরিবারের দাবি, খেলোয়াড়ি জীবন থেকেই খুব সম্পদশালী ছিলেন না মহসিন। তবে উদার ছিলেন। মানুষকে নানাভাবে সহায়তা করেছেন। জীবন নিয়ে, অর্থ নিয়ে খুব বেশি চিন্তা করেননি। সেজন্য মানুষও তাকে ঠকিয়েছে। ব্যবসা হারানো, শূন্য হাতে দেশে ফিরে আসা; সব মিলিয়ে তার ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না।
মহসিন ১৯৮২ সালে মোহামেডানের নাম লেখান। ওই বছরই জাতীয় দলে সুযোগ পান তিনি। চীনের বিপক্ষে একটা পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান। নায়ক কিংবা বীর তমকা নিয়েই পরের দশ বছর জাতীয় দলে ও লিগে খেলে গেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্ব, এশিয়ান গেমস বাছাই, এশিয়ান গেমস, সাফ গেমস মিলিয়ে দেশের জার্সিতে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ‘বীর মহসিন’।
/এমএইচ/
মন্তব্য করুন