আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। রোববার রাতে উপজেলা পরিষদের সামনে মুড়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় শরিফ সিকদার নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ চারজনকে আটক করে। পরে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সোমবার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- উপজেলার মীর গদাই এলাকার সাব্বির, মাছিমপুরের রমজান আলী, শাওন ও আব্দুল হামিদ।

মামলার বাদী রূপগঞ্জ থানার উপপরিদর্শক শায়েখ মাহমুদ বলেন, রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের মোড়ে সশস্ত্র দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হন রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ সিকদার। তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ শরিফ সিকদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শরিফের বাম পায়ে গুলি লেগেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।