- সারাদেশ
- ‘ব্রান্ডিং শপ’ নির্মাণ নিয়ে জাফলংয়ে মুখোমুখি প্রশাসন ও বন বিভাগ
‘ব্রান্ডিং শপ’ নির্মাণ নিয়ে জাফলংয়ে মুখোমুখি প্রশাসন ও বন বিভাগ

সিলেটের পর্যটন এলাকা গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি ‘ব্র্যান্ডিং শপ’ নির্মাণের স্থান নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নির্মাণকাজ শুরুর পর জায়গার মালিকানা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ নিয়ে দুই বিভাগ পাল্টাপাল্টি চিঠিও দিয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, জায়গায়টি তাদের। নিষেধাজ্ঞা দেওয়ার পরও নির্মাণকাজ বন্ধ করা হচ্ছে না। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেছেন, জায়গাটি খাস খতিয়ানভুক্ত। এটি বন বিভাগের নয়। এ জন্য সরকারি অর্থায়নে দোকান করা হচ্ছে। এ অবস্থায় বুধবার কাগজপত্র নিয়ে বন বিভাগের সঙ্গে বসছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, পর্যটন বোর্ডের পরিকল্পনায় সম্প্রতি গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান ব্র্যান্ডিং শপ করার উদ্যোগ নেন। সেখানে সিলেটের স্থানীয় পণ্য বিক্রি হবে। উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় থাকবে।
কয়েক দিন আগে তামাবিল-জাফলং সড়কের আহমেদপুর এলাকায় পর্যটন করপোরেশনের গেস্ট হাউসের পাশে দোকান নির্মাণ শুরু হলে বাধা দেয় বন বিভাগ। তারা জায়গাটি নিজেদের দাবি করে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে। এ অবস্থায় জায়গার মালিকানা দাবি নিয়ে ইউএনওর সঙ্গে দেখা করে বন কর্মকর্তা জায়গাটি বন বিভাগের বলে দাবি করেন। এর আগে ইউএনও নিজেও জায়গাটি খাস খতিয়ানের উলল্লেখ করে বন বিভাগকে চিঠি দিয়েছিলেন।
বন বিভাগের কাগজপত্র অনুযায়ী, যে জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে, তা সংরক্ষিত বনাঞ্চলের তালিকায় রয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসনের তথ্য মতে, সেখানে আট একরের বেশি জমি খাস খতিয়ানের।
বন আইন ১৯২৭ সালের ৪ ধারায় সংরক্ষিত বনাঞ্চলের কোনো ভূমি নতুনভাবে কারও নামে বন্দোবস্ত বা নামজারি করা যায় না। বনভূমি বন হিসেবে সংরক্ষণ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহারও নিষিদ্ধ। সংরক্ষিত বন একান্ত প্রয়োজনে কোনো কাজে লাগাতে হলে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের অনুমতির প্রয়োজন রয়েছে।
/এইচকে/
মন্তব্য করুন