- সারাদেশ
- ঘাটাইলে মানবপাচার চক্রের চার সদস্য গ্রেপ্তার
ঘাটাইলে মানবপাচার চক্রের চার সদস্য গ্রেপ্তার

চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ঝড়কা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা মানবপাচার চক্রের সদস্য।
গ্রেপ্তার চারজন হলেন, পৌরসভার চান্দশী গ্রামের আতাব আলীর ছেলে সোহেল মিয়া (৩২), আবু সাইদের ছেলে গোলাপ মিয়া (৩০), বীরঘাটাইল গ্রামের শাহজাহান সরকারের ছেলে সজিব মিয়া (৩৫) ও তালতলা গ্রামের জিটু মিয়ার স্ত্রী শিল্পী আক্তার (৩৬)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ঝড়কা বাজারের একটি বাসা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসায় ভুক্তভোগী নারী জানান, চাকরি দেওয়ার কথা বলে ফোন করে তাকে সেখানে নেওয়া হয়। ঢাকা থেকে তিনি সেখানে যান। পরে তাকে সোহেল, গোলাপ ও সজিব মিয়ার হাতে তুলে দেন তার পূব পরিচিত শিল্পী আক্তার। সেখানে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হয় বলে জানান ওই নারী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন খবরে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তিনি বলেন, আসামিরা মানবপাচার চক্রের সদস্য।
মন্তব্য করুন