- সারাদেশ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র আহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র আহত

প্রতীকী ছবি
রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ হুজাইফা (১৮) নামে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হুজাইফা বসিলার নূরে মদিনা কওমী মাদ্রাসার ছাত্র।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ছিনতাইয়ের কোনো অভিযোগ পুলিশের কাছে আসেনি। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আহত মাদ্রাসাছাত্র জানান, বুদ্ধিজীবী কবরস্থানের পাশের বসিলা রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ চার ছিনতাইকারী এসে তাকে ঘিরে ধরে। তারা ছুরির ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও জানান, দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও কেউ তাদের বাধা দেননি। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর লোকজন এগিয়ে আসে। তাদের সহায়তায় তিনি রিকশা নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে যান। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বজনরা জানান, হুজাইফা পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৪ নম্বর সড়কের বাসায় থাকেন। আজ সকালে বাসা থেকে হেঁটে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
গত ২৪ এপ্রিল দুই জাপানি নাগরিক রায়েরবাজার কবরস্থান দেখতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। পরে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ছিনতাই হওয়া কিছু মালপত্রও উদ্ধার করা হয়।
মন্তব্য করুন