ঘরের ভেতর খেলছিল বাকপ্রতিবন্ধী শিশু অনিক হোসেন (১০)। হঠাৎ তার নজর যায় ফ্রিজ থেকে বের করে রাখা ঠাণ্ডা লিচুর দিকে। সে একটি লিচু নিয়ে খেতে শুরু করে। এ সময় লিচুর বিচি আটকে যায় তার গলায়। কথা বলতে না পারায় সে কাউকে কিছু বলতেও পারেনি। কিছুক্ষণ পর তার বমি-বমি ভাব দেখে বিষয়টি বুঝতে পারেন স্বজনরা। করা হয়েছিল বিচি বের করার চেষ্টাও। কিন্তু কাজ হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকায় এ ঘটনা ঘটে। 

সম্প্রতি প্রায়ই লিচুর বিচি গলায় আটকে শিশুমৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত এক মাসে দেশের বিভিন্ন এলাকায় এমন অন্তত ৯টি ঘটনা ঘটে। লিচুর বিচি গলায় আটকে মারা যাওয়াদের বেশিরভাগের বয়স ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে।

এর আগে ৩০ মে চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ মাস বয়সী শিশু আদিল লিচুর বিচি কুড়িয়ে মুখে দিলে সেটি তার গলায় আটকে যায়। শ্বাসকষ্টে ছটফট করতে থাকা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ওসি মুঃ আহাদ আলী সমকালকে বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। স্বজনরা সেখানে উপস্থিত থাকলেও শুরুতে বিষয়টি বুঝতে পারেনি। ফলে তাকে আর বাঁচানো যায়নি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। পুলিশ তাতে সম্মতি দিয়েছে।

অনিকের মা পারভিন আক্তার জানান, শিশুটির বাবা আবু সাঈদ পেশায় চা দোকানি। তিনি আলাদা থাকেন। আর ছেলেকে নিয়ে মা মিনারা বেগমের সঙ্গে থাকেন পারভিন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাসার ফ্রিজ পরিষ্কার করার সময় বেশকিছু খাবার বের করেন। এসব খাবারের মধ্যে লিচুও ছিল। কাজে মনোয়োগী থাকায় তিনি ছেলের দিকে লক্ষ্য রাখতে পারেননি। এ সময় অনিক লিচু খেতে গেলে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়া ১২টার দিকে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন বলে জানান তার মা পারভিন আক্তার।