গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মো. মোয়াজ্জেম হোসেন (৫৬) নামে এক পুলিশ পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার কারাগারের ভেতরে পুলিশের ব্যারাকের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাদ আমজাদী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

পুলিশ ও মোয়াজ্জেমের সহকর্মীরা জানান, কাশিমপুর কারাগারে আসামিদের আদালতে আনা-নেওয়ার জন্য পুলিশ সদস্যদের একটি ব্যারাক রয়েছে। সেখানে ২৩ জন পুলিশ সদস্য কাজ করেন। ওই ব্যারাকের দায়িত্বে ছিলেন মোয়াজ্জেম হোসেন। তিনি ব্যারাক ভবনের চারতলার একটি কক্ষে থাকতেন। সোমবার বিকেল ৫টা দায়িত্ব

পালন শেষে নিজ কক্ষে যান মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার সকালে তার কোনো খোঁজ-খবর না পেয়ে সহকর্মীরা খুঁজতে থাকেন। পরে সকাল সাড়ে ৯টায় ব্যারাক ভবনের ছাদে মোয়াজ্জেম হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই মোয়াজ্জেম হোসেন মারা যান। তার শরীরে আঘাত বা অন্যকিছুর চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কাশিমপুর কারগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বলেন, ব্যারাকটি কারাগারের হলেও আসামি আনা- নেওয়ার সুবিধার্থে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা এখানে থাকছেন। তারা নিজেরাই এটার দেখভাল করেন। তাই বিষয়টি তার জানা নেই।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মোয়াজ্জেম হোসেন বয়স্ক মানুষ। হয়তো গরম সহ্য করতে পারছিলেন না। তাকে ছাদের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছি। পরে মোয়াজ্জেম হোসেনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুরো ঘটনা বোঝা যাবে।