- সারাদেশ
- কেন ঢুকেছ জিজ্ঞেস করতেই গুলি করল বিএসএফ
কসবা সীমান্ত
কেন ঢুকেছ জিজ্ঞেস করতেই গুলি করল বিএসএফ

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আরজন আলী (৫৫) ও লোকমান ভুইয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫)।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজ বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সীমান্তের ওপার থেকে চোরাকারবারিরা পটকা বাজি নিয়ে আসার সময় তাদের ধাওয়া করে বিএসএফ। এ সময় শূন্যরেখায় গরু চরাচ্ছিলেন আরজন আলী। পাশেই একটি পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন ইকবাল হোসেন। বিএসএফ সদস্যরা তাঁদের কাছে জানতে চান চোরাকারকারিরা কোন দিকে গেছে। তাঁরা বলেন এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। একপর্যায়ে বিএসএফ সদস্যরা কেন শূন্যরেখায় প্রবেশ করেছেন তা জানতে চান তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছুড়ে ভারতে ঢুকে যান। এতে আরজন ও ইকবাল আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
মন্তব্য করুন