বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা শহীদ মো. হাবিবুর রহমানের পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বাড়িতে হাজির হয়ে হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই ছেলে হাসিবুর রহমান ও মোহাম্মদ হাসানের হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকায় ‘সেনা নিকেতন’ নামের ভবনটি নির্মাণ করা হয়। চারতলা ভিত্তির ওপর ভবনটির একতলার নির্মাণকাজ শেষ হয়েছে।

আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবনটি তাঁর স্ত্রী ও দুই ছেলেসন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম। এর আগে তিনি হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন।

বান্দরবানের রুমা জোনে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জেএসএসপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন শহীদ মো. হাবিবুর রহমান। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।