- সারাদেশ
- ঘর পেল শহীদ সেনা কর্মকর্তা হাবিবুরের পরিবার
ঘর পেল শহীদ সেনা কর্মকর্তা হাবিবুরের পরিবার

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা শহীদ মো. হাবিবুর রহমানের পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বাড়িতে হাজির হয়ে হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই ছেলে হাসিবুর রহমান ও মোহাম্মদ হাসানের হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকায় ‘সেনা নিকেতন’ নামের ভবনটি নির্মাণ করা হয়। চারতলা ভিত্তির ওপর ভবনটির একতলার নির্মাণকাজ শেষ হয়েছে।
আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবনটি তাঁর স্ত্রী ও দুই ছেলেসন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম। এর আগে তিনি হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন।
বান্দরবানের রুমা জোনে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জেএসএসপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন শহীদ মো. হাবিবুর রহমান। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মন্তব্য করুন