- সারাদেশ
- লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল
লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা লোডশেডিংয়ের বিরুদ্ধে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
রিজভী বলেন, গণতন্ত্রকে কাফনের কাপড় পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির অপপ্রয়াস এখন দেশবাসী দেখছে। নিজেদের ঘনিষ্ঠ কয়েকজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই কুইক-রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দেয়া হয়েছে। এসব খাতে ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু এটি যে এক ধরণের জালিয়াতি ছিল, জনগণ এখন তা দেখতে পাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী সরকার বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিয়ে ফৌজদারি অপরাধ করেছে। বিদ্যুৎ খাতে লুটপাট বৈধ করতে ইনডেমনিটি আইন করা হয়েছে। এজন্য এই কুইক-রেন্টালের সাথে জড়িতদের গ্রেপ্তার করা উচিত। এরা জনগণের সবচেয়ে বড় দুশমন।
মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন