টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে হত্যার ভয় দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও কুকাদাইর গ্রামের হাছেন আলী তালুকদারের ছেলে।

জানা গেছে, গত ২০ মে রাতে গোবিন্দাসী টি-রোড এলাকার একটি গরুর খামারে ওই শিশুকে ডেকে নেয় আনোয়ার হোসেন। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটির চিৎকার শুনে খামারের অন্য শ্রমিকরা এগিয়ে আসেন। তবে তার আগেই পালিয়ে যায় আনোয়ার।

শিশুটির বাবা বলেন, ‘আমি জানতাম না যে, আনোয়ার মেম্বার অনৈতিক কাজ করেছে। ঘটনা শুনে ভূঞাপুর থানায় এসে তার বিরুদ্ধে একটি মামলা করেছি। এই জঘন্য ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে গোবিন্দাসী এলাকা থেকে সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।